সুপ্রিয় সাথী,
বাঙ্গালী জাতির সব হারানোর মাস আগষ্ট মাস। জাতির জনক ও তার পরিবারের সদস্যদের হারিয়েছি আমরা এই মাসে।
জাতির জনক সহ নিহত সকল শহীদদের স্মরণে চকবাজার থানা ছাত্রলীগের উদ্যেগে আগামীকাল ০৫/০৮/২০১৯,সোমবার সকাল ১০ঃ০০ ঘটিকায় গোলজার মোড় হতে আগষ্টের শোক রেলি(র্যালী) কর্মসূচী গ্রহন করা হয়েছে ।
উক্ত কর্মসূচিতে সকল কলেজ,থানা ও ওয়ার্ড পর্যায়ের সকল স্তরের নেতা কর্মীদের উপস্থিত হওয়ার অনুরোধ করা যাচ্ছে।
অনুরোধে,
এম,কায়সার উদ্দিন
সহ-সভাপতি
বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম মহানগর।