কক্সবাজার জেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী শীষ্যের পক্ষ হয়ে গুরুর আবেদন

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী শিষ্য এর পক্ষে এক আবেগঘন স্ট্যাটাস দেন তারই গুরু চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি এম কায়সার উদ্দীন আলোচিত স্ট্যাটাসটি হুবহো তুলে ধরা হলো..

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের বিকশিত নেতৃত্ব;

চট্টগ্রাম কলেজ যখন শিবির নিয়ন্ত্রিত ছিল তখন
জীবন ঝুঁকি নিয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে কলেজ থেকে শিবির বিতাড়িত করে দলের জন্য কাজ করে চলেছেন এখনই সঠিক সময় সেই ত্যাগী কর্মীদের মূল্যায়ন করার…

ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারে জন্মগ্রহন করে স্কুল জীবন থেকে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে গ্রামের মেঠো পথে মাইলের পর মাইল হেঁটে ছাত্রলীগ করার জন্য মেধাবী ও নম্র-ভদ্র ছাত্রদের সংগ্রহ করতেন ছাত্রলীগের কর্মী ও জননেত্রীর হাতকে শক্তিশালী করতে।শৈশব-কৈশোর আর যৌবনের মূল্যবান সময়টুকু ত্যাগ করে মুজিব প্রেম বুকে নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন।সেই পরিশ্রম,যোগ্যতা ও মেধার জন্য তিনি হয়ে উঠেছেন অপ্রতিদ্বন্দ্বী এক ছাত্রনেতা।ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা স্কুল ও কলেজ থেকে বেড়ে উঠা নেতৃত্ব তারই ধারাবাহিকতায় চট্টগ্রাম কলেজে ছাত্র রাজনীতিতে অসীম সাহসিকতা বিচক্ষণতা ও মেধার প্রতিযোগিতায় এন্টি শিবির পলিটিক্স করে জীবনের ঝুঁকি নিয়ে তৎকালীন কলেজ ছাত্রলীগের নেতা হয়েছিলেন তিনি।ব্যয় করছেন জীবনের মূল্যবান সময়টুকু।সৃষ্টি করেছেন দক্ষিণ চট্টলা ও কক্সবাজারের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাত্রলীগে মুজিব আদর্শের বিপ্লবী কর্মী।এমন কোন উপজেলা নেই যেখানে উনার কর্মী নেই।এখনো যার শ্লোগানে প্রকম্পিত হয় রাজপথ।মিছিলের অগ্রভাগে নয় পেছনে থেকে তিনি জন নন্দিত ছাত্রনেতা চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের ইতিহাসে অন্যতম আবিষ্কার কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির গর্বিত সদস্য পরবর্তীতে সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সম্পাদন করে সকলের প্রিয় আনোয়ার হোছাইন।ছাত্রলীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রলীগে অনেক অছাত্র ও আদু ভাইয়েরা প্রার্থীতা ঘোষণা করলে তাদের বিপরীতে চব্বিশ বছরে পা দিয়ে বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইংরেজী সম্মান(অনার্স) নিয়ে অধ্যয়ন করে চলেছেন।
প্রিয় নেত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদের কথার সাথে বলতে চাই দলের কঠিন সময়ের ত্যাগী ছাত্রনেতাদের অবশ্যই মূল্যায়ন চাই।আগামীর কক্সবাজার জেলার ছাত্রজনতাকে সঠিক রাজনীতিতে পরিচালিত করার জন্য দক্ষ,মেধাবী ও ত্যাগী ছাত্রনেতা আনোয়ার হোছাইন কে প্রয়োজন।তাই তৃণমূলের দাবি আনোয়ার কে মূল্যায়ন করা হোক।তার হাতে তুলে দেওয়া হোক ছাত্রসমাজের নেতৃত্ব।
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু।

Published by bslcoxnews

অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started