ধুলাবালিতে মলিন মাস্টারদা’র ভাষ্কর্যটি ধুয়ে মুছে পরিষ্কার করল মহসিন কলেজ ছাত্রলীগ

মহসিন কলেজ প্রতিনিধিঃ মহসিন কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা বোরহান উদ্দীনের নেতৃত্বে ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক বিপ্লবী মাস্টার দা সূর্য সেন’র অবহেলিত ভাস্কর্য পরিষ্কার।

একটি মানুষ জীবনে দেশ কে ভালবেসে রাজনীতির প্রতি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কত ত্যাগ করতে পারে তার জলন্ত দৃষ্টান্ত হল “”মাস্টার দা সূর্য সেন””
এই বীর বিপ্লবী, সংগ্রামী যোদ্ধাদের শিরোমনি, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহানায়ক, মহাপুরুষ মাষ্টার দা সূর্য সেন। যিনি সশস্ত্র বিপ্লব করে উপমহাদেশের স্বাধীনতাকামী তরুনদের করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনে উজ্জীবিত।
কিন্তু চট্টগ্রামের জে এম সেন হল সংলগ্ন স্থানে স্থাপিত এই মহান বিপ্লবীর ভাস্কর্য দীর্ঘদিন ধরে পড়ে আছে অবহেলিত হয়ে।

সেই অবহেলিত ভাস্কর্য পুনঃজীবিত করতে এগিয়ে এসেছে মহসিন কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা বোরহান উদ্দীন ইমনের নেতৃত্বে একঝাঁক ছাত্রনেতৃবৃন্ধ।
বোরহান উদ্দিন ইমনের নেতৃত্বে পরিচালিত পরিষ্কার -পরিচ্ছন্ন কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন মহসিন কলেজ ছাত্রলীগের মেধাবী ছাত্রনেতা নাঈমুল হক,সাইফুদ্দীন মুন্না,আকমাম বাপ্পি, নুরুল আবছার,কলিম উদ্দিন, ওশান,শাহরিয়ার আশফাক, জাহেদুল ইসলাম,আদনান আসিফ,ওয়াহিদুল ইসলাম,সাকিব,ইমরান হোসেন,সাদেকুল ইসলাম প্রমুখ।

Published by bslcoxnews

অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started