একে একে কয়েকটি গাড়ি চলে গেল আবুল হোসেনের শরীরের ওপর দিয়ে

একে একে কয়েকটি গাড়ি চলে গেল আবুল হোসেনের শরীরের ওপর দিয়ে

সড়ক দুর্ঘটনায় বিমান স্টাফ মো. আবুল হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকার গাছা রোডের মাথায় রাস্তা পারা পারের সময় ঢাকাগামী একটি অজ্ঞাত যাত্রীবাহী বাসচাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাস ও ঘাতক চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আবুল হোসেন বাংলাদেশ বিমানের লোডার ট্রাফিক সহকারী হিসেবে কর্মরত ছিলেন। নিহতের বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশনের কুনিয়া তারগাছ এলাকায়।

গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, বিমানের গাড়িতে আবুল হোসেন প্রতিদিন তার কর্মস্থল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেতেন। বুধবার অফিসের গাড়ি ফেল করায় আবুল হোসেন বাসে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিলেন। এমন সময় দ্রুতগতিতে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে চলে যায়।

তিনি জানান, আবুল হোসেনের ওপর দিয়ে আরও কয়েকটি গাড়ি যাওয়ায় তার দেহটি ছিন্নভিন্ন হয়ে যায়। পরে পরিচয়পত্রের মাধ্যমে নিহতের মরদেহ শনাক্ত করা হয়। সিসি ক্যামেরার ছবি দেখে ঘাতক বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে।

Published by bslcoxnews

অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started