ধলঘাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনমত জরিপে এগিয়ে আহসান উল্লাহ বাচ্চু

স্টাফ রিপোর্ট: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে প্রতিটা ইউনিয়নে বাদ পড়েনি মহেশখালী উপজেলার উপকূলবষ্টিত ইউনিয়ন ধলঘাটাও, বর্তমান সরকারের করা মাতারবাড়ী সমুদ্র বন্দর ও কয়লাবিদ্যুৎ কেন্দ্রের কারণে আলোচনার শীর্ষে উঠে এসেছে ধলঘাটা ইউনিয়ন নির্বাচন, এলাকার লোকদের মাঝে চাপা আতংক ও গভীর আগ্রহ আগামী নির্বাচন নিয়ে তাদের ভাবনে সামনের নির্বাচনে নতুন নেতৃত্বের মাধ্যমে তাদের অগ্রগতি হবে নাকি আগের মত অবহেলিত হয়ে পড় রবে তাদের ভবিষ্যৎ?

এব্যাপারে সাধারণ মানুষের কৌতুহল মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধলঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান উল্লাহ বাচ্চুকে ঘিরে। সরিতলার স্থানীয় বাসিন্দা আব্দুল মোনাফ বলেন, বাচ্চুর মধ্যে তারা ভবিষ্যতে ধলঘাটাবাসীর উন্নয়নের সম্ভবনা দেখতে পান। কারণ আহসান উল্লাহ বাচ্চুর পাঁচ বছর চেয়ারম্যান থাকাকালীন ধলঘাটার যে উন্নয়ন হয়েছে তা ধলঘাটায় আর কোন সময় হয়নি। আগামীতে আহসান উল্লাহ বাচ্চুই পারবে উন্নয়নে ধারাবাহিকতা রক্ষা ও ধলঘাটাবাসীর অধিকার আদায় করতে।

এলাকার ছাত্রসমাজের মধ্যে রয়েছে বাচ্চুর ব্যাপক গ্রহণযোগ্যতা তারা বলেন ধলঘাটার ছাত্ররা যারা দেশের বিভিন্ন প্রান্তে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া করেন তাদের প্রয়োজনে একমাত্র আহসান উল্লাহ বাচ্চুকেই কাছে পান। তার কাছে গিয়েই তারা নিজেদের সম্মানটুকু পান একজন্য ছাত্ররা সকল শ্রেণিপেশার মানুষের সাথে মিলে আহসান উল্লাহ বাচ্চুকে বিজয়ী করতে সচেষ্ট থাকবে বলে জানান।

Published by bslcoxnews

অন্যায়ের বিরুদ্ধে সদা সোচ্চার

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started